NEET UG 2024 এবং UGC NET 2024 পরীক্ষায় অনিয়ম নিয়ে এবার নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ এদিন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কাণ্ডে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে রাহুল বলেন, ‘‘ (নরেন্দ্র মোদি) ইজরায়েল-গাজা এবং রাশিয়া-ইউক্রেনের মধ্য যুদ্ধ থামিয়ে দেওয়ার কথা বলেন৷ কিন্তু, দেশে প্রশ্নপত্র ফাঁস রুখতে পারেন না৷’’ গোটা বিষয়টি আগামী সোমবার সংসদে উত্থাপন করলেন বলেও জানান তিনি৷ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে রাহুলের অভিযোগ, ‘‘বিজেপি পরিকল্পিত ভাবে দেশের শিক্ষব্যবস্থা দখল করেছে৷ সমস্ত প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়েছে৷ এই অবস্থা বন্ধ হওয়া দরকার৷ আমাদের আবার পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে৷’’সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা নেট নিয়ে ইতিমধ্যেই সরগরম ছিল দেশ৷ ঘটনায় ইতিমধ্যেই ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ শীর্ষ আদালতের নির্দেশে বাতিল হয়েছে হাজারেরও বেশি পরীক্ষার্থীর পরীক্ষা৷ এর মধ্যে বৃহস্পতিবার ঘটনায় অভিযুক্ত তথা নিটের প্রশ্নপত্র ফাঁসের অন্যতম চক্রী বিহারের অমিত আনন্দ কবুল করেছেন, ৩০-৩২ লাখ টাকায় ১৬ মাফিয়ার কাছে নিটের প্রশ্নপত্র বিক্রি হয়েছে৷ এখানেই শেষ নয়, এক নিট পরীক্ষার্থীও গোটা ঘটনায় তাঁর নিজের কাকা এবং দুই মিডলম্যানের ভূমিকা কবুল করেছেন৷ অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে৷ নিট নিয়ে এই বিতর্কের মাঝেই গত বুধবার পরীক্ষা ক্ষেত্রে অনিয়মের কারণ দেখিয়ে ২০২৪ এর ইউজিসি নেট পরীক্ষা বাতিল করেছে কেন্দ্র৷ এই নেট পরীক্ষার মাধ্যমে গবেষক, অধ্যাপক নিয়োগ করা হয়ে থাকে৷ এই পরীক্ষার ক্ষেত্রেও গরমিলের কথা সামনে আসায় শিক্ষাক্ষেত্রে দুর্নীতির আরও অভিযোগ সামনে এসেছে৷ এ নিয়ে গত বুধবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কংগ্রেস নেতা প্রিয়ঙ্কা গান্ধি বঢরা৷ নিট এবং নেট পরীক্ষায় দুর্নীতির দায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্বীকার করবেন কি না সেই প্রশ্ন তুলেছিলেন তিনি৷ এদিন রাহুলও দাবি করেন, যাঁরা এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে৷ গোটা সিস্টেমটাই খতিয়ে দেখতে হবে যে, ঠিক কোন জায়গায় ফাঁক থেকে যাচ্ছে৷ রাহুলের কথায়, ‘‘প্রশ্নপত্র ফাঁস দেশবিরোধী কার্যকলাপ। সরকার এই বিশৃঙ্খলা থামাতে পারছে না। প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এতে প্রতারিত হচ্ছেন মেহনতি শিক্ষার্থীরা। দেশের শিক্ষাব্যবস্থা বিজেপির দখলে।’’ তাঁকে যখন বলা হয় যে বিহারের কিছু লোকের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ রয়েছে, রাহুল গান্ধি বলেন, ‘‘তদন্ত হওয়া উচিত। যেই এই কাজ করেছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’’