কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পতাকায় আগুন! অভিযুক্ত ইন্দ্রানুজ রায়

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকায় চোখে আঘাতের অভিযোগের পর ফের শিরোনামে ইন্দ্রানুজ রায়। প্রকাশ্যে তৃণমূল ছাত্র পরিষদের দলীয় পতাকায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আরএসএফের ওই সদস্যের বিরুদ্ধে। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চার নম্বর গেটের কাছে পতাকায় আগুন লাগানো হয়। তাঁদের দাবি, ওই ঘটনা ঘটিয়েছেন ইন্দ্রানুজ রায়। এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিশলয় রায়ের অভিযোগ, “আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পতাকায় আগুন লাগিয়েছে ইন্দ্রানুজ রায়। প্রকাশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। বারবার এই গুন্ডামি সহ্য করা হবে না। যে শাসনের বা প্রতিবাদের কথা ওরা বলে, সেই একই পথে এবার ব্যবস্থা হতেই পারে!’’ যদিও এই প্রসঙ্গে অভিযুক্ত ইন্দ্রানুজ রায় বলছেন, ‘‘তৃণমূল ছাত্র পরিষদের পতাকায় আমাদের তরফে আগুন দেওয়া হয়েছে এটা সত্যি।’’ কিন্তু অন্য কোনও রাজনৈতিক সংগঠনের পতাকায় এভাবে আগুন লাগানো যায়? এই প্রশ্নের উত্তরে ইন্দ্রানুজ রায়ের দাবি, ‘‘শুধু মুখে গণতন্ত্রের কথা না বলে যদি সেরকম কাজ করত ওরা, তাহলে আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলতাম। কিন্তু তারা মারার চেষ্টা করেও পার পেয়ে যাবে। বিরোধী মনোভাবাপন্ন ছাত্রদের প্রতিবাদের মাশুল হিসেবে নোটিশ পাঠাবে! তার প্রতিবাদ হিসেবে এছাড়া কোনও উপায় দেখি না।”