দেশ

জম্মু-কাশ্মীরে খতম ৪ জঙ্গি

সেনা ও পুলিসের যৌথ অভিযানে এনকাউন্টারে খতম ৪ জঙ্গি। আজ, শুক্রবার জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ার মচ্ছল সেক্টরের কালা জঙ্গলে ওই চার জঙ্গিকে নিকেশ করেছে পুলিস ও নিরাপত্তা বাহিনী। পাক অধিকৃত কাশ্মীর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই জঙ্গিরা। এমনটাই জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিস।