কাশ্মীরের নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। টার্গেট ছিল পুলিশ ও সেনা জওয়ানরা। কিন্তু লক্ষ্যপূরণের আগে ভেস্তে গেল হামলার ছকর। জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর ১১ সদস্যকে গ্রেপ্তার করল কাশ্মীর। উদ্ধার হল বিপুল আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে অন্ততনাগের পুলিশ জইশ-ই-মহম্মদের দু’টি সন্ত্রাসবাদী মডিউল ধ্বংস করে। তি হাইব্রিজ সন্ত্রাসবাদী-সহ মোট ১১জনকে গ্রেপ্তার করে। উদ্ধাক হয় প্রচুর গোলা-বারুদ ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। পুলিশের তরফে জানানো হয়েছে,”সূত্রের খবরের ভিত্তিতে খবর মিলেছিল নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ অনন্তনাগের শ্রীগুফওয়ারা বিজবেহারা এলাকায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর পরিকল্পনা করছে। সেই খবর পাওয়ার পরই বিভিন্ন স্থানে একাধিক চেকপয়েন্ট তৈরি করা হয়।”