জম্মু-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট বুকিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এই ট্রেন চলবে উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্ক দিয়ে। ওই লাইনে রেলের কমিশনার অব রেলওয়ে সেফটির সুপারিশ অনুযায়ী নিরাপত্তার কাজ করছে। কাজ শেষ হয়ে গেলেই ওই রুটের জন্য টিকিট বুকিং শুরু হবে। প্রাথমিকভাবে ট্রেনটি চলবে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত। পরে সেটি ছাড়বে জম্মুর তাওয়াই থেকে। খুব শ্রীঘ্রই ওই রুটে অনলাইন ও অফলাইন টিকিট বুকিং শুরু হবে। সেই তারিখ ঘোষণা করবে উত্তর রেল। জম্মু থেকে শ্রীনগর তত্কাল টিকিটের দাম হবে চেয়ার কারে হবে ২২৫ টাকা। একজিকিউটিভ ক্লাসে ৫০০ টাকা। আপাতত জম্মু-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসে থাকছে ১টি একজিকিউটিভ ক্লাস, ৭টি এসি চেয়ার কার। সবেমিলিয়ে মোট ৫৩০ যাত্রী যেতে পারবেন।
