প্রায় ৮ বছর পর নয়া প্রধানমন্ত্রী পেতে চলেছে জাপান। সংসদীয় নির্বাচনে জয়ী হয়ে জাপানের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন শাসক দলের নেতা ইয়োশিহিদে সুগা। টোকিও ওলিম্পিকের আগে যে হঠাৎ করে এভাবে শিনজো আবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন, তা কেউ ভাবেনি। কিন্তু শারীরিক অসুস্হতার কারণে গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শিনজো। এরপর কে প্রধানমন্ত্রী হবেন, তা নিয়ে যদিও খুব একটা জল্পনা-কল্পনার অবকাশ ছিল না। কারণ, এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় এটা পরিস্কার ছিল যে, শিনজোর উত্তরসূরি হিসাবে তাঁর ডানহাত সুগাই মসনদে বসবেন। আর হলও তাই। জাপানের পার্লামেন্ট ডায়েটের নিম্নকক্ষে প্রধানমন্ত্রী বেছে নেওয়ার ভোটে সুগা ৪৬২টির মধ্যে ৩১৪টি ভোট পেয়ে জাপানের ৯৯ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।