যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সংগীত-আবৃত্তি-নৃত্যানুষ্ঠান, ম্যাজিক শো-গুলিতে সর্বাধিক ৫০ জন অংশগ্রহণকারী থাকতে পারবেন
কলকাতাঃ প্রায় সাত মাস বাদে বহু প্রতিক্ষার পর এবার রাজ্যে খুলছে সিনেমা হল। রাজ্য যাতে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে পারে, সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । নিষেধাজ্ঞা শিথিল হলেও বেশ কিছু ক্ষেত্রে থাকছে কড়াকড়ি। আগামী ১ অক্টোবর থেকে রাজ্যজুড়ে খুলে যাচ্ছে সব সিনেমা হল, অডিটোরিয়াম, যাত্রার মঞ্চ। কিন্তু তাতে সর্বাধিক ৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত থাকতে পারবেন। কড়া নিয়ম মেনে, শারীরিক দুরত্ব বজায় রেখে, মাস্ক ব্যবহার করে তবেই এগুলি ফের দর্শকদের ঢোকাতে পারবে। শনিবার রাতে এই খবর জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে জানান, স্বাভাবিকত্ব ফিরিয়ে আনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বাধিক ৫০ জন অংশগ্রহণকারী নিয়ে অডিটোরিয়াম, গানের অনুষ্ঠান, যাত্রা, ম্যাজিক শো করা যাবে। কিন্তু তাতে দর্শকদের মধ্যে যথেষ্ট শারীরিক দূরত্ব, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার-সহ কোভিড সংক্রান্ত সব নিয়ম বিধি মেনে চলতে হবে।’ দেখুন মুখ্যমন্ত্রীর সেই টুইট –