দেশ

নার্সের গাফিলতিতেই উত্তরপ্রদেশের ঝাঁসিতে ১০টি শিশুর মৃত্যু! দাবি প্রাথমিক তদন্তের রিপোর্টে

শুক্রবার ঝাঁসির হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ১০ সদ্যোজাতর। ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের এনআইসিইউতে ৫৪ জন শিশু ভর্তি ছিল তাঁর মধ্যে ৪৪ জনকে উদ্ধার করা গিয়েছে, ১০ শিশুর মৃত্যু হয়েছে। গোটা এলাকায় শোকের ছায়া। আগে বলা হচ্ছিল, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কিন্তু প্রাথমিক তদন্তের রিপোর্ট দেখলে চোখে কপালে উঠবে। জানা যাচ্ছে হাসপাতালের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। হামিরপুরের বাসিন্দা ভগবান দাস ঘটনার সময় ওই ওয়ার্ডে ছিলেন। কারণ তার ছেলে সেখানে ভর্তি ছিল। ভগবান দাস দাবি করেছেন, যে এক নার্স একটি অক্সিজেন সিলিন্ডারের পাইপ সংযোগ করার চেষ্টা করার সময় একটি দেশলাই জ্বালিয়েছিলেন। অক্সিজেন অত্যন্ত দাহ্য, তাই দেশলাই জ্বলতেই পুরো ওয়ার্ডে আগুন লাগে। প্রতক্ষ্যদর্শীর বলেন, দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো ওয়ার্ডে আগুন ধরে যায়। অগ্নি নির্বাপক সিলিন্ডারের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। অগ্নিকাণ্ডের পর ফায়ার অ্যালার্ম বা ওয়ার্ডে রাখা সিলিন্ডারগুলিও কোনও কাজে আসেনি। বিশৃঙ্খলার মধ্যে, দাস দ্রুত 3-4 টি শিশুকে তার গলায় একটি কাপড় দিয়ে মুড়ে তাদের নিরাপদে নিয়ে যায়। অন্যান্য মানুষের সহায়তায় তিনি আরও কিছু শিশুকে বাঁচান। ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার বলেন, হাসপাতালের ওই ওয়ার্ডের কর্মীরা জানিয়েছেন যে রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ আগুন লাগে। সম্ভবত, শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে। ৩৭টি শিশুকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ১০ শিশুর মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে কমিটি গড়া হয়েছে বলে তিনি জানান।মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করার কথাও ঘোষণা করেছেন যোগী।