দেশ

সেপ্টেম্বরে জয়েন্ট- নিট, ঘোষণা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর

আজ সোশাল মিডিয়া লাইভ মারফত মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ঘোষণা করেন জয়েন্ট ও নিট পরীক্ষার নতুন সূচী। জুলাইতে হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (জেইই) মেইন ও ন্যাশেনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স পরীক্ষার (এনইইটি ২০২০)। এদিন মন্ত্রী বলেন ১ থেকে ৬ সেপ্টেম্বরেরব মধ্যে অনুষ্ঠিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (জেইই) মেইন। ১৩ সেপ্টেম্বর নিট। পাশাপাশি এদিন ঘোষণা করেন ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স। তিনি এও ঘোষণা করেছেন, যে কোভিড -১৯ মহামারী পরিস্থিতিতে এবং পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে যা বহু প্রতীক্ষিত নিট এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে ক্ষতিয়ে দেখছে।