পাঁচ দিন দিল্লিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সংসদীয় দলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সোমবার মুকুল রায়কে সঙ্গে নিয়ে রাজধানী পৌঁছলেন তৃণমূল নেত্রী। আর দিল্লি পৌঁছতেই তাঁর সঙ্গে সাক্ষাত করলেন জৈন-হাওয়ালা কাণ্ড সংবাদমাধ্যমে প্রকাশ্যে আনা সাংবাদিক বিনীত নারাইনের সঙ্গে। এদিন সন্ধেতে দুজনের মধ্যে প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক হয়। কী বিষয়ে কথা হয়েছে তা অবশ্য প্রকাশ্যে আসেনি। বৈঠক শেষে তৃণমূল নেত্রী নিজে নারাইনকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন। এখন প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়-বিনীত নারাইনের সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ! কারণ সপ্তাহ কয়েক আগেই তৃণমূল অভিযোগ করেছিল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় কুখ্যাত জৈন হাওয়ালা মামলায় অভিযুক্ত। ওই মামলার নথিতে তাঁর নাম রয়েছে। যদিও সে কথা অস্বীকার করেন রাজ্যপাল। জানিয়ে দেন, ওই মামলায় নাম জড়ালেও বেকসুর খালাস পেয়েছিলেন তিনি। তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ ভ্রান্ত বলেও জানিয়ে দেন তিনি। তৃণমূল সেই অভিযোগ করার সময় প্রাক্তন সাংবাদিক বিনীত নারাইনের তথ্যকেই হাতিয়ার করেছিল। আবার প্রাক্তন সাংবাদিক জানিয়েছিলেন, ধনকড় যে জৈন হাওয়ালা কাণ্ডে অভিযুক্ত তার প্রমাণ রয়েছে। অন্যদিকে দিল্লি যাওয়ার আগেই পেগাসাসকাণ্ডে একটি তদন্ত কমিটি গড়ে দিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কী জৈন হাওয়ালা কাণ্ডের বিষয়টিও নিয়েও তোলপাড় করতে চলেছে তৃণমূল? এমনটাই গুঞ্জন রাজনৈতিক মহলে।