কলকাতা

কুন্তল ঘোষের মামলায় বিচারকের তীব্র তিরস্কারের মুখে পড়ল সিবিআই

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। এর আগের শুনানির সময় আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন চার্জশিট সম্পর্কে কিছু ব্যাখ্যা দেওয়ার জন্য। নির্দেশ ছিল, তা দিতে হবে পরবর্তী শুনানির দিনে। আজ, শুক্রবার ছিল সেই দিন। আর আজকেই শুনানির সময় বিচারপতির তীব্র তিরস্কারের মুখে পড়ে সিবিআই। আজ বিচারক চার্জশিট নিয়ে কিছু ব্যাখ্যা চেয়েছিলেন। সিবিআই সেই ব্যাখ্যার জন্য এক মাস সময় চায়। এরপরেই ভর্ৎসনা করেন বিচারক। বলেন, আপনারা (সিবিআই) অত্যন্ত ক্যাজুয়াল। বলেন, আজ ব্যাখ্যা দেওয়ার কথা ছিল। এরপরেই তিনি জানান, এতদিন সময় দেওয়া যাবে না। উল্লেখ্য, বিচারক আরও ১৪ দিন সময় দিয়েছেন ব্যাখ্যা দেওয়ার জন্য। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে ইডি। সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মিথ্যাচারিতা করছে,  ভুল পথে চালিত করছে তদন্তকে। এমনটাই দাবি কুন্তল ঘোষের। তাঁর আরও দাবি, ক্ষমতা থাকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বয়ান আদালতে পেশ করুক।