কলকাতা

পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি নিয়ে সোমবার লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের

পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে এবার লালবাজার অভিযানে নামছেন জুনিয়র চিকিৎসকরা। সপ্তাহের শুরুতে সোমবার, দুপুর ২টোর সময় কলেজ স্কোয়ার থেকে লালবাজারের উদ্দেশ্যে রওনা হবেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, আরজি করের ঘটনার পর থেকে একাধিক জটিলতা সৃষ্টি করছে কলকাতা পুলিশ। এমনকী তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ রয়েছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। সেইসবের বিরোধিতা করে সোমবার লালবাজার অভিযান করবেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে, বুধবার তাঁরা একটি মানববন্ধন কর্মসূচিরও ডাক দিয়েছেন। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের অনুরোধ, বাড়ির আলো বন্ধ করে তাঁদের এই কর্মসূচিতে যোগ দিতে। তাঁদের আরও অনুরোধ ওই সময় ঘরের আলো বন্ধ করে হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নেমে মানববন্ধন কর্মসূচি করতে। সেই কর্মসূচির নাম দিয়েছেন তাঁরা ‘বিচার পেতে আলোর পথে।’ অন্যদিকে, রবিবার ৭টা মেডিক্যাল কলেজের তরফে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছিল। শহরের বিভিন্ন প্রান্তে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত স্বাস্থ্য শিবিরের চালু ছিল। সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেই স্বাস্থ্য শিবিরে গিয়ে চিকিৎসা করে এসেছেন বিনামূল্য। দরকারি ওষুধও দেওয়া হয়েছে।