কলকাতা

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সম্মতি, তবে উঠছে না অনশন, মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের

মুখ্য়মন্ত্রীর সঙ্গে নিজেদের ১০ দফা দাবি নিয়ে আলোচনা করতে সোমবার নবান্নে যাচ্ছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা ৷ আজ তাঁরা তা মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করে জানিয়েছেন ৷ সেই সঙ্গে তাঁদের 10 দফা দাবির বিস্তারিত ইমেলে উল্লেখ করা হয়েছে ৷ পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, অনশন আপাতত চলবে ৷ নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রবিবার প্রায় ৪ ঘণ্টার জিবি বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট ৷ এ নিয়ে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে দেবাশিস হালদার বলেন, “গতকাল মুখ্যমন্ত্রী আমাদের জিজ্ঞেস করলেন, আমাদের সব দাবিই তো মেনে নেওয়া হয়েছে ৷ আবার কী নতুন দাবি ! এটা শুনে আমাদের মনে হয়েছে, মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের দাবিগুলি সম্পর্কে অবগত নন ৷ অথবা তাঁর কাছ পর্যন্ত সেই দাবিগুলিকে পৌঁছতে দেওয়া হয়নি ৷” তিনি আরও বলেন, “আজ আমাদের সহযোদ্ধাদের অনশনের 16তম দিন ৷ আর আন্দোলনের ৭০ দিনে পেরিয়ে যাওয়ার পরে, আমাদের দাবি কী, তা মুখ্যমন্ত্রী জানেন না ৷ এমনকী সরকারের তরফে বলা হয়েছে আমাদের দাবিগুলির অধিকাংশই পূরণ করা হয়েছে ৷ কিন্তু, আমরা ঠিক কী চাইছি, সেটা সরকারকে বুঝতে হবে ৷ তার জন্য আগামিকাল আমরা নবান্নে সঠিক সময়ে পৌঁছে যাব মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করতে ৷ তার আগে, আমাদের 10 দফা দাবিগুলি বিস্তারিতভাবে উল্লেখ করে মুখ্যসচিবকে ইমেল করা হয়েছে ৷” তবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি হলেও, অনশন জারি থাকবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷ পাশাপাশি, আগামিকাল, সোমবার প্রতিটি জেলা ও মহকুমায় স্বাস্থ্য আধিকারিকদের অফিস ঘেরাও ও ডেপুটেশনের পূর্ব নির্ধারিত কর্মসূচি বহাল থাকছে ৷ তবে, নবান্ন সভাঘরের বৈঠক থেকে সমাধান সূত্র বের না-হলে, পূর্ব ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকে জুনিয়র ও সিনিয়র চিকিৎসক এবং সকল স্বাস্থ্য কর্মীরা বৃহত্তর ধর্মঘটে সামিল হবেন বলে জানা গিয়েছে ৷