নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এস এ বোবদের পরে এ বার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি এনভি রমন। এপ্রিল মাসের ২৪ তারিখ শপথ গ্রহণ করবেন তিনি। আগামী ২৩ এপ্রিল অবসর গ্রহণ করতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে। তাঁর অবসর গ্রহণের পর সেই পদে কে বসবেন, এই নিয়ে কেন্দ্রের তরফে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। এই বিষয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ-ও এস এ বোবদেকে চিঠি লিখেছিলেন।