দেশ

কৃষি আইন ফেরানোর দাবি তুলে দলের কাছে ভর্ৎসিত, চাপের মুখে ক্ষমা চাইলেন বিজেপি সাংসদ কঙ্গনা, বললেন আমার কথা ফিরিয়ে নিচ্ছি

মোদি সরকারের প্রত্যাহার করা কৃষি আইন ফিরিয়ে আনা হোক ৷ অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাওয়াতের এমন মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল ৷ এরপর বিজেপিতে দলের অভ্যন্তরে চাপের মুখে পড়েছিলেন তিনি ৷ নিজের অবস্থান থেকে পিছু হঠলেন বিজেপি সাংসদ ৷ বুধবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি কৃষি আইন সম্পর্কিত তাঁর মন্তব্য প্রত্যাহারের কথা জানিয়েছেন ৷ অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাওয়াত বলেন, “আমাদের কার্যকর্তাদের কর্তব্য যে, আমরা যেন প্রধানমন্ত্রীর শব্দের গরিমা বজায় রাখি ৷ আমায় এটা খেয়াল রাখতে হবে যে, আমি একজন অভিনেত্রী নই, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ৷ আমার মতামত আমার নিজস্ব হওয়া উচিত নয় ৷ দলের অবস্থানই আমার অবস্থান হওয়া উচিত ৷” নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত বলেন, “আমার শব্দ, মন্তব্যে আমি যদি কাউকে আঘাত করে থাকি, তাহলে আমি দুঃখিত ৷ আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি ৷”