দেশ

উত্তরপ্রদেশের বারাণসীতে কানওয়ার যাত্রাপথে বন্ধ থাকবে সকল মাংসের দোকান নির্দেশ দিল পুরসভা

কানওয়ার যাত্রার শুরুতেই আরও কড়া পদক্ষেপ উত্তরপ্রদেশে। এবার কানওয়ার যাত্রাপথে সকল মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিল বারাণসী পুরসভা। গোটা শ্রাবণ মাসেই ওই যাত্রাপথে মাংস ও পোল্ট্রির দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের ভাবাবেগে যাতে আঘাত না লাগে, তার জন্যেই এই পদক্ষেপ, জানিয়েছে পুরসভা। বারাণসীর মেয়র সন্দীপ শ্রীবাস্তব উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কানওয়ার যাত্রায় পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্য মাংসের দোকান বন্ধের নির্দেশ দেন পুরসভার কমিশনার। নির্দেশ জারির পর কানওয়ার যাত্রাপথে সমস্ত মাংসের দোকান বন্ধ রয়েছে কি না, তা ঘিরে নজরদারিও চালানো হবে। নির্দেশ অমান্য করলে জরিমানাও করা হবে। চলতি সপ্তাহে মুজফফরনগর পুলিশ কানওয়ার যাত্রাপথে সমস্ত খাবারের দোকানে মালিকদের নাম ও ফোন নম্বর উল্লেখ করার নির্দেশ জারি করে। এরপর এই নির্দেশিকা জারি করেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, কানওয়ার যাত্রার প্রতিটি রুটে যত খাবারের দোকান রয়েছে সেখানে দোকান মালিকের নাম ও ফোন নম্বর উল্লেখ করতে হবে। যোগীর এই নির্দেশ সমর্থন করেছেন রামদেব। শুধু উত্তরপ্রদেশে নয়, উত্তরাখণ্ডেও সমস্ত দোকানের বাইরে মালিকদের নাম উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। যা কেন্দ্র করে বিরোধীরা তো বটেই, এমনকী এনডিএ শিবিরের নেতারাও উষ্মা প্রকাশ করেছেন।