হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় কপিল দেবকে। সঙ্গেসঙ্গেই অস্ত্রোপচার করা হয়। আপাতত তিনি আরোগ্যের পথে। সর্বশেষ খবরের আপডেটে এমনটাই জানা গিয়েছে। কপিল দেব হাসপাতালে বিছানায় শুয়ে রয়েছেন, এমনই এক ছবি শেয়ার করেন চেতন শর্মা। সেই ছবিতে কপিলকে দেখা গিয়েছে হাসি মুখেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে কপিল কন্যা আমায়াকেও। চেতন শর্মার টুইট, ‘কপিল পাজি অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন। বর্তমানে কন্যা আমায়ার সঙ্গেই বসে রয়েছেন। জয় মাতা দি।’