‘আশিকি ৩’ ছবির শুটিংয়ের জন্য আগামী চার দিন ধরে ডুয়ার্সের বিভিন্ন স্থানে শুটিং করবেন তিনি। পরিচালক অনুরাগ বসু(Anurag Basu) আউটডোর শুটিংয়ের জন্য স্থান নির্বাচন করেছেন। একমুখ দাড়ি, ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে ডুয়ার্সে ঘুরে বেড়াচ্ছেন ছবির নায়ক কার্তিক আরিয়ান। ডুয়ার্সের লিস নদীর চড়ে কার্তিক-শ্রীলীলার রোম্যান্স । ২৭ মার্চ পর্যন্ত ডুয়ার্সে শুটিং চলবে। এরপর কালিম্পং, দার্জিলিং ও গ্যাংটকে শুটিং হবে। অনুরাগ বসুর প্রিয় স্থান উত্তরবঙ্গ, ‘বরফি’(Barfi) তার প্রমাণ। এবার পাহাড় ও ডুয়ার্স স্থান পাবে ‘আশিকি ৩’ ছবিতে। কার্তিকের বিপরীতে আছেন শ্রীলীলা। তিনি শুটিংয়ে আসবেন কিনা জানা যায়নি। ডুয়ার্সের চালসার বড় রিসোর্টগুলো শুটিংয়ের জন্য বুক করা হয়েছে। শুটিং নিয়ে অনুরাগ বসু উৎসাহী। স্থানীয়রা তাকে সংবর্ধনা জানিয়েছেন। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা শুটিংয়ের জন্য সাহায্য করছেন। পরিচালক বলেন, ‘ডুয়ার্স আমার প্রিয় স্থান। সিনেমা নিয়ে বেশি কিছু বলব না। ডুয়ার্সের লোকেশন ছবিতে চরিত্রের মতো ফুটে উঠবে।’ অপর্ণা সেনও ডুয়ার্সে শুটিং করতে আসছেন। ডুয়ার্সের মালবাজার মহাকুমার ওদলাবাড়ি লিস নদীতে চলছে আশিকি -৩ ছবির শ্য়ুটিং। উৎসাহী ডুয়ার্সবাসী, ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন লিস নদীতে আশিকি ৩-র শ্য়ুটিং। কার্তিক এই ছবির জন্য নিজের লুক একদম বদলে ফেলেছেন। গাল ভর্তি দাড়ি, এলোমেলো চুলে একদম অন্যরকম অবতারে ধরা দিয়েছেন অভিনেতা। বলিউড ছবির শুটিংয়ের খবরে স্বাভাবিকভাবেই ব্যাপক উন্মাদনা ছড়িয়েছে গোটা এলাকায়। কার্তিক ও শ্রীলীলাকে এক ঝলক দেখার জন্য আশেপাশের এলাকার বহু মানুষ ভিড় জমিয়েছেন লিস নদীর পাড়ে। চলতি বছর কালীপুজোর মরশুমেই অনুরাগ বসুর ‘আশিকি-৩’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
