দেশ

সংসদে মহিলা সংরক্ষণ বিল আনার দাবিতে অনশনে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর কন্যা, পাশে বিরোধীরা

সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর দাবিতে একদিনের প্রতিকী অনশনে বসছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর কন্যা কে কবিতা। শুক্রবার দিল্লির যন্তর মন্তরে সারাদিন ব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি চলবে। কবিতার অনশন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছে তৃণমূল, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, ন্যাশনাল কনফারেন্স, জনতা দল (ইউনাইটেড), রাষ্ট্রীয় জনতা দল এবং সমাজবাদী পার্টি-সহ বেশ ১৮টি দল। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে। আগামী শনিবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন তিনি। ইডির তলব নিয়ে সাংবাদিকদের কেসিআর কন্যা জানান, ‘মহিলা সংরক্ষণ বিল নিয়ে অনশন করার বিষয়ে আমরা ২ মার্চ দিল্লিতে একটি পোস্টার প্রকাশ করেছি। ইডি আমাকে ৯ মার্চ তলব করেছিল। আমি ১৬ মার্চের জন্য অনুরোধ করেছি, কিন্তু তাদের তাড়াহুড়োর কারণ জানি না, তাই আমি ১১ মার্চের জন্য সম্মত হয়েছি।’ ইডি সূত্রের খবর, হায়দরাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন পিল্লাইয়ের মুখোমুখি বসিয়ে কে কবিতাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ওই ব্যবসায়ীকে একই মামলায় সোমবার গ্রেফতার করেছিল ইডি।