দেশ

কেরলে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪, জখম ১২৩

কেরলে বিমান দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হল। জখম হয়েছেন ১২৩ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৫ জন যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেরালায় কারিপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে যায় এয়ার ইন্ডিয়ার বিমান (Air India XI-1344)। ভেঙে ২ টুকরো হয়ে যায় বিমানটি। ঘটনাটি ঘটে আজ সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট নাগাদ। বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন। পাশাপশি ছিলেন ৬ জন ক্রিউ সদস্য ও ২ জন পাইলট। যাত্রীদের মধ্যে ১০ জন সদ্যজাতও রয়েছে বলে খবর। উদ্ধারের কাজ চলছে ।আবহাওয়া খারাপ ছিল । প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল । প্রতিকূল পরিস্থিতিতে রানওয়েতে অবতরণের সময় পিছলে যায় বিমানটি । বিমানটি দুবাই থেকে কোঝিকোড়ে আসছিল ।তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কয়েকটি হেল্পলাইন চালু হয়েছে। নম্বরগুলি হল, 056 546 3903, 0543090572, 0543090572, 0543090575 । এই ঘটনার পরই ট্যুইটারে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, ‘‌এয়ার ইন্ডিয়ার বিমানের ক্র‌্যাশ ল্যান্ডিংয়ের খবর পেয়ে আমি হতবাক হয়ে গিয়েছি। এই বিমানটি দুবাই থেকে কোঝিকোড়ে আসছিল। এখনও পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। আমি প্রার্থনা করি, যেন সমস্ত যাত্রীই এই ভয়ানক দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পান। আমার মন যাত্রী, বিমানকর্মী ও তাঁদের পরিবারের সঙ্গে সবসময় আছে।’‌ ট্যুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, ‘‌কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার বিমানের ভয়ানক দুর্ঘটনার ঘটনায় আমি মর্মাহত। এনডিআরএফের দলকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দিয়েছি যাতে দ্রুত উদ্ধারকাজ চালানো যায়।ট্যুইট করেছেন কেরলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-ও। তিনি লেখেন, ‘‌কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় পুলিশ ও দমকলকে অতিদ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। এছাড়া সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছি উদ্ধারকাজ দ্রুত করতে ও প্রয়োজনীয় চিকিত্‍সার ব্যবস্থা করতে।’‌