অনলাইনে অর্ডার করে আনা বিরিয়ানি খেয়ে মুত্যু হল এক ২০ বছর বয়সী তরুণী। তিনি কেরলের বাসিন্দা । সাধ করে আনা সেই বিরিয়ানি খেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ওই তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ । জানা গিয়েছে, মৃত তরুণীর নাম অঞ্জু শ্রীপার্বতী । তিনি কেরলের স্থানীয় এক হোটেল থেকে ‘কুঝিমন্থি’ নামের এক বিরিয়ানি অর্ডার করেছিলেন। কেরলের কাসারগোডের ‘রোমানশিয়া’ নামের একটি রেস্তোরাঁ থেকে অনলাইনে সেই বিরিয়ানি অর্ডার করেন তিনি। আর এই বিরিয়ানি খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। ৩১ তারিখে অসুস্থ হওয়ার পর অঞ্জুকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, অঞ্জু শ্রীপার্বতী শনিবার সকালে মারা গিয়েছেন। তরুণীর বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে বলা হয়েছে৷ অন্যদিকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। ঘটনার বিষয়ে একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য খাদ্য নিরাপত্তা কমিশনারকে তিনি নির্দেশ দিয়েছেন। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের (এফএসএসএ) অধীনে থাকা যেসব হোটেলের খাবারে বিষক্রিয়ার অভিযোগ রয়েছে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন।