জেলা

খড়্গপুর থেকে গ্রেফতার জিআরপির লকআপ থেকে পালিয়ে যাওয়া দুই অভিযুক্ত 

 খড়্গপুর থেকে গ্রেফতার শালিমারের জিআরপির লকআপ থেকে পালিয়ে যাওয়া দুই অভিযুক্ত ৷ মঙ্গলবার অভিযুক্তদের গ্রেফতার করেছে খড়্গপুর থানার পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে ৷ চলতি মাসের ১৯ তারিখ দুই অভিযুক্তক খুনের মামলায় আদালতে পেশ করা হয় । বিচারক তাঁদের দু‘জনকে তিনদিন পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছিলেন। তার মধ্যেই ২১ অগস্ট রবিবার শালিমার জিআরপির লকআপ ভেঙে তাঁরা পালিয়ে যায়। কর্তব্যে গাফিলতির দায়ে জিআরপির তিনজন অধিকারিককে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে খবর জিআরপি সূত্রে ৷