কলকাতা পুজো

খুঁটি পুজো দিয়ে দেবী আরাধনার সূচনা করলো সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব

ইশিতা উপাধ্যায়, কলকাতাঃ বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তবে এবছরে করোনা পরিস্থিতির কারণে কলকাতার দুর্গাপুজোকে নিয়ে মানুষের মনে সংশয় তৈরি হয়েছে। তবে বাঙালির আবেগকে রোধ করার ক্ষমতা কোনও কিছুরই নেই। ইতিহাস সাক্ষি আছে প্রথম বিশ্ব যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্লেগ মহামারী কোনও কিছুই বাংলার দুর্গা পুজোকে আটকাতে পারেনি। করোনাসুর-এর চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্গা পুজোর কাঠামো পুজো বা খুঁটি পুজোর মাধ্যমে দেবী আরাধনার শুভ সূচনা পর্ব সেরে ফেললেন সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব। এবছরে এই পুজো ৭১ বছরে পদার্পন করতে চলেছে। বিগত কয়েকবছরে ত্রিকোন পার্কের পুজো মণ্ডপ দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের স্থান। এ বছরের ত্রিকোণ পার্কের পুজোকে সাজিয়ে তুলতে চলেছেন থিম শিল্পী অসীম পাল। প্রতিমা গড়ে তুলছেন শিল্পী পরিমল পাল। সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব-এর সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, ‘বর্তমান পরিস্থির কথা মাথায় রেখেই এবারের পুজোর পরিকল্পনা করা হচ্ছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মণ্ডপ দর্শনের ব্যবস্থা করা হবে।’