ফের উত্তপ্ত হয়ে উঠল জন্মু ও কাশ্মীর। মঙ্গলবার সকালে কাশ্মীরের বান্দিপোরার চান্দাজি এলাকায় সেনার গুলিতে খতম হল এক জঙ্গি। আরও কোনও জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে কিনা, জানতে গোটা এলাকায় চিরুণী তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। পাশাপাশি বাড়ানো হয়েছে ওই এলাকার নিরাপত্তাও। সামনেই রয়েছে স্বাধীনতা দিবস। তার আগেই সীমান্ত এলাকায় নাশকতার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। পাশপাশি প্রত্যেকদিনই দেখা মিলছে ড্রোনের। এই ব্যাপারে নিরাপত্তা বাহিনীকে আগের থেকেই সতর্ক করে রেখেছে গোয়েন্দা সংস্থাগুলি।