জেলা

ভিডিও বার্তায় মমতা-অভিষেককে হুমকি কেএলও প্রধানের

ফের প্রকাশ্যে কেএলও প্রধান জীবন সিংয়ের ভিডিও৷ এবারও তাঁর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে অভিষেককেও আক্রমণ করেন তিনি৷ জীবন সিংয়ের অভিযোগ, উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভাজন ঘটাচ্ছেন মমতা ও অভিষেক৷ হুমকি দিয়ে তিনি বলেন, ‘উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভাজন করলে বহু রক্ত ঝরতে পারে৷ মৃত্যু হতে পারে অনেকের৷ মহিলা ও শিশু কাউকে রেয়াত করা হবে না বলে জানান জীবন সিং৷ এর আগে গত ১৯ জুলাই রাজ্যের পুলিস ও মুখ্যমন্ত্রীর উদ্দেশে হুমকি দিয়েছিলেন কেএলও প্রধান৷ ইদানিং ঘনঘন ভিডিয়ো বার্তা সামনে আনছেন জীবন সিং৷ যা দেখে পুলিসের অনুমান, ওই সব ভিডিয়ো বার্তার মাধ্যমে তিনি দলে লোক টানার চেষ্টা করছেন৷ বর্তমানে কেএলও-র কার্যকলাপ অনেকটাই স্তিমিত৷ যে কারণে দলে সদস্য সংখ্যা অনেক কমে গিয়েছে৷ যে ক’জন সঙ্গে আছে অধিকাংশই অসমের বাসিন্দা৷ কয়েকজন পশ্চিমবঙ্গের লোক রয়েছে কেএলও-তে৷ লোকবলের অভাবে আগের মতো উত্তরবঙ্গ জুড়ে কেএলও-র দাপট নেই৷ উধাও সন্ত্রাস৷ শুধুমাত্র ভিডিও সামনে এনে নিজেদের অস্তিত্ব বোঝায় কেএলও৷ অতীতে উত্তরবঙ্গের সব জেলা জুড়েই সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল এই কেএলও-র মাধ্যমে৷ বহু মানুষের রক্ত ঝরেছিল৷ প্রাণহানি হয়েছিল অনেক নিরীহ মানুষের৷ সেই সময় জীবন সিং-এর চেহারা পুলিস এবং সাধারণ মানুষের কাছেও অচেনা ছিল৷ যদিও রাজ্য পুলিসের গোয়েন্দা দফতর, কেএলও এবং জীবন সিংয়ের প্রতিটি গতিবিধির উপর নজর রাখছে৷