কলকাতা মেট্রের অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরিষেবা। যার ফলে ই এম বাইপাসের ওই অঞ্চলে যাতায়াত আরও সুবিধাজনক হয়েছে। তবে অরেঞ্জ লাইনের কাজ চলছে, এবং দ্রুত সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার অরেঞ্জ লাইনে এল আরও বড় আপডেট। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ আগামী ২৭ এপ্রিল শনিবার থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন ও বেলেঘাটা স্টেশনের মধ্যে ট্রায়াল রান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে এই করিডোরের ৫.৪ কিলোমিটার অংশে বাণিজ্যিকভাবে পরিষেবা দেওয়া হচ্ছে। এই অংশের মধ্যে রয়েছে কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত ও হেমন্ত মুখোপাধ্যায়, এই পাঁচটি স্টেশন। এই নতুন লাইন চালু হওয়ার ফলে যাত্রীর ব্লু লাইন ও অরেঞ্জ লাইনের মধ্যে যাতায়াত করতে পরছেন। এবার এই লাইনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আর সেই কারণে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা স্টেশনের মধ্যে শুরু হতে চলেছে ট্রায়াল রান।