দেশ

রাজস্থানের জয়সলমেরের কাছে ভেঙে পড়ল বায়ুসেনার চালকবিহীন এয়ারক্রাফ্ট

ভেঙে পড়ল বায়ুসেনার এয়ারক্রাফ্ট ৷ বৃহস্পতিবার সকালে রাজস্থানের জয়সলমেরে এই দুর্ঘটনা ঘটে ৷ তবে ওই এয়ারক্রাফ্টটিতে কোনও পাইলট ছিল না ৷ এটি রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট ৷ কারও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ অকুস্থলের দূরত্ব জয়সলমীর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ৷ খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন বায়ুসেনার আধিকারিকরা ৷ বায়ুসেনার তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, বায়ুসেনার একটি চালকবিহীন এয়ারক্রাফ্টের দুর্ঘটনা ঘটেছে ৷ সেটি রুটিন প্রশিক্ষণে ছিল ৷ জয়সলমেরের কাছে রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্টটি ভেঙে পড়ে ৷ তবে এই ঘটনায় কোনও সম্পত্তি ক্ষয়ক্ষতি বা কারও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ তবে এর তদন্ত করতে একটি দল গঠন করা হয়েছে ৷ কেন এই দুর্ঘটনা ঘটল, কোর্ট অফ এনকোয়ারিতে তা জানা যাবে ৷