বড়দিনের আগের দিন বিকেল থেকেই ভিড় সামলাতে রাস্তায় নামছে কলকাতা পুলিশ। বড়দিনের নিরাপত্তায় ফুট পেট্রলিং এবং মোটর পেট্রলিং ভ্যানে বেশি জোর লালবাজারের। ভিডের ওপর নজরদারি চালাতে থাকছে ওয়াচ টাওয়ার। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। এবার পার্ক স্ট্রিট, বিভিন্ন চার্চ-সহ শহরের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে তিন হাজারের বেশি পুলিশ। জোর দেওয়া হচ্ছে মহিলা নিরাপত্তায়। লালবাজারের মূল কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখতে পার্ক স্ট্রিট এলাকায় একটি অতিরিক্ত কন্ট্রোল রুম খোলা হয়েছে। পার্ক স্ট্রিট এলাকায় কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। ছোট ছোট জোন তৈরি করে ভিড়ের মাঝে ফুট পেট্রলিংয়ে জোর দিয়েছে কলকাতা পুলিশ। ২৪ ডিসেম্বর ৩ জন ডিসি, ১০ জন এসি, ৫০ জন ইন্সপেক্টর, ২৩৯ জন সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট, ৩০০ জন এএসআই, ১৪৭২ জন হোমগার্ড, প্রায় ২০০ জন মহিলা পুলিশ সব মিলিয়ে ২৪ ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস ইভ প্রায় ২৩০০ পুলিশ কর্মী শহরের নিরাপত্তার দায়িত্বে থাকছেন। রবিবার ক্রিসমাস ইভ ও সোমবার বড়দিনে পার্ক স্ট্রিটে নামবে মানুষের ঢল। ভিড় সামাল দিতে পার্ক স্ট্রিট ও তার আশেপাশের এলাকার যান চলাচল নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করেছে কলকাতা পুলিশ। বড়দিন ও ক্রিসমাস কার্নিভ্যালের কারণে ২৪ ও ২৫ ডিসেম্বর শহরের একাধিক রাস্তা থাকছে নো পার্কিং।
বড়দিনের ট্রাফিকেও বিধিনিষেধ
🔴 সোমবার সন্ধে বেলা প্রয়োজন অনুযায়ী পার্ক স্ট্রিটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।
🔴 হো চি মিন সরণি দিয়ে শুধুমাত্র পূর্বগামী যানবাহনগুলি চলাচল করতে পারবে।
🔴 রয়েড স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিট ক্রসিং অবধি রফি আহমেদ কিদওয়াই রোডের উভয়দিকে যানবাহন চলাচলের অনুমতি রয়েছে।
🔴 রাসেল স্ট্রিট ও লিটল রাসেল স্ট্রিটে কোন যানবাহন চলতে দেওয়া হবে না।
🔴 ওউটরাম রোড থেকে পার্কস্ট্রিট ও এজেসি বোস রোডগামী যানবাহনগুলিকে হো চি মিন সরণি, ক্যামাক স্ট্রিট, শর্ট স্ট্রিট ও উড স্ট্রিট থেকে ঘুরিয়ে দেওয়া হবে।
🔴 উত্তর থেকে দক্ষিণমুখী যানবাহনগুলি পার্ক স্ট্রিট ফ্লাইওভার ব্যবহার করতে পারে। মেয়ো রোড ধরে ডাফরিন 🔴 রোড, আউটরাম রোড ও খিদিরপুর রোড ধরে দক্ষিণ দিকে যেতে পারে।
🔴 রবিবার ও সোমবার দুপুর থেকে রফি আহমেদ কিদওয়াই রোড ও ইলিয়ট রোডে ট্রাম চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে
একাধিক রাস্তায় নো পার্কিং–
🔵 পার্ক স্ট্রিট (জেএল নেহেরু রোড ক্রসিং থেকে উড স্ট্রিট ক্রসিং)
🔵 মিডলটন স্ট্রিট
🔵 শর্ট স্ট্রিট
🔵 উড স্ট্রিট (শর্ট স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট ক্রসিং অবধি)
🔵 হো চি মিন সরণি
🔵 ক্যামাক স্ট্রিট (মিডলটন স্ট্রিট ক্রসিং থেকে শর্ট স্ট্রিট ক্রসিং)
🔵 রফি আহমেদ কিদওয়াই রোড
🔵 লিটল রাসেল স্ট্রিট