কলকাতা

দীপাবলির আগে শহর জুড়ে মিষ্টির দোকানে অভিযান কলকাতা পুরসভার

বিজয়া, দীপাবলি কিংবা ভাইফোঁটা, উৎসব মানেই মিষ্টি মুখ । আর সেই মিষ্টির মান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়তো ? সবটা নজরদারি চালাচ্ছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আওতাধীন খাদ্য সুরক্ষা ও নিরাপত্তা শাখা। কলকাতা পৌরনিগম সূত্রে খবর, উৎসবের মরশুম কাটিয়ে মঙ্গলবার কাজ শুরু হতেই শহরের নানা প্রান্তে থাকা খ্যাতনামা বা বেনামি, প্রায় ৩০টি মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে কলকাতা পৌরনিগমের ফুড সেফটি শাখার আধিকারিকরা । মূলত দুটি ভাগে ভাগ করে দেখা হচ্ছে এটা । দুগ্ধজাত মিষ্টি ও দুধ ছাড়া মিষ্টি । যে নমুনাগুলি সংগ্রহ করা হচ্ছে তা কলকাতা পৌরনিগমের ল্যাবে পরীক্ষা করতে পাঠানো হচ্ছে । মিষ্টির গুণমান, উপকরণ, রং বা সংরক্ষণ করার ক্ষেত্রে কী ধরনের কেমিক্যাল ব্যবহার হচ্ছে বা পাত্র কী ধরনের এমন নানা বিষয় নজরদারি চালাচ্ছে এই দল । জানা যাচ্ছে, কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা মন্ত্রকের নির্দেশে রাজ্য জুড়েই মিষ্টির মান পরীক্ষা চলছে । মঙ্গলবার কলকাতার সঙ্গে দার্জিলিং, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা একইভাবে অভিযান চলেছে ।