কলকাতা

 রাজ্যে ২২ হাজার শিক্ষক নিয়োগের ছাড়পত্র!

রাজ্যের নয়া শিক্ষক নিয়োগের পথে আরও একধাপ এগোল স্কুল শিক্ষা দফতর। নয়া শিক্ষক নিয়োগের জন্য মধ্যশিক্ষা পর্ষদ শূন্যপদের তালিকা তৈরি করে রোস্টার তৈরি করার জন্য পাঠিয়েছিল অনগ্রসর কল্যাণ দফতর বা ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে। বুধবার সেই শূন্যপদের রোস্টার তৈরি করে পাঠিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদকে। অর্থাৎ এর পরবর্তী ধাপে নিয়োগের বিধি প্রস্তুত হয়ে গেলেই নিয়োগের বিজ্ঞাপন দেবে স্কুল সার্ভিস কমিশন। ২২ হাজার শিক্ষক নিয়োগের জন্য রোস্টার তৈরি করে পাঠিয়ে দিল অনগ্রসর কল্যাণ দফতর। মূলত এই রোস্টার তৈরি করা হয় কোন কোন ক্যাটাগরিতে কত সংখ্যক শূন্যপদ থাকবে তা তালিকা তৈরীর জন্য। অর্থাৎ তফশিলি জাতি, উপজাতি, ওবিসি এ, ওবিসি বি, এই ক্যাটাগরিগুলিতে কত সংখ্যক করে শূন্যপদ থাকবে তার তালিকা তৈরির জন্যই অনগ্রসর কল্যাণ দফতরকে পাঠানো হয়েছিল। সেই ছাড়পত্র এদিন দিল অনগ্রসর কল্যাণ দফতর। মূলত নবম-দশম,  একাদশ-দ্বাদশ , প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকা নিয়োগের জন্য এই রোস্টার তৈরি করতে বলা হয়েছিল। অবশেষে এই রোস্টারে ছাড়পত্র দেওয়ায় এ বার নয়া নিয়োগে বিজ্ঞাপন খুব শীঘ্রই দিতে চলেছে রাজ্য বলেই জানা গিয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই নয়া নিয়োগের জন্য বিধি চূড়ান্ত করার বিষয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।