কলকাতা

সিঁথি এলাকায় বেআইনি অস্ত্র ভান্ডারের হদিস পেল এসটিএফ, উদ্ধার বহু আগ্নেয়াস্ত্র সহ জাল টাকা

ফের কলকাতায় বিহারের মুঙ্গের থেকে আসা অস্ত্র পাচারকারীদের সন্ধান পেল এসটিএফ । কলকাতা পুলিশের এসটিএফের অফিসাররা গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে, আন্ত: রাজ্য আগ্নেয়াস্ত্র পাচার চক্রের হদিস পায়। এই চক্রের মূল পান্ডা হল মোহাম্মদ ইমতিয়াজ ওরফে আব্বু(৪০)। একইসঙ্গে তার ছেলে এবং কলকাতার সিঁথি থানা এলাকায় দুই সহযোগীর সন্ধান পায় পুলিশ। সিঁথি থানা এলাকায় গোপন ডেরায় অভিযান চালিয়ে স্পেশাল টাস্ক ফোর্স এর অফিসাররা, একটি অত্যাধুনিক কারবাইন, ১০ টি অত্যাধুনিক পিস্তল এবং ৫০০ ও ১০০ টাকার জাল নোট মোট ৫০০০০ টাকার মূল্যের উদ্ধার করে। ধৃতদের মধ্যে ইমতিয়াজের নিজের ছেলে সাহিল মল্লিক(১৯) ও দুই সহযোগী ইন্দ্রজিৎ শর্মা(২৪)এবং ভিকি প্রসাদ(৩৫)রয়েছে। ধৃত ভিকির বাড়ি বারুইপুর এবং ইন্দ্রজিতের বাড়ি নরেন্দ্রপুর এলাকায়। ধৃত আব্বুর ছেলে সাহিল ও তার দুই সহযোগী এবং বন্ধু ইন্দ্রজিৎ ও ভিকি বেশ কিছুদিন থেকে শহর শহরতলীতে বেআইনি আগ্নেয়াস্ত্র ও জাল নোট পাচার চক্র গড়ে তুলেছিল। ধৃতদের বৃহস্পতিবার ভারতীয় দণ্ডবিধির বেআইনি অস্ত্র তৈরি ও পাচার এবং জাল নোট পাচার সহ একাধিক অপরাধের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজত নেওয়া হয়। ধৃতদের সঙ্গে এই চক্রে আর কারা যুক্ত রয়েছে তা জানতে তল্লাশি অভিযান শুরু করেছে এস টি এফ। ধৃতরা তাদের বেআইনি আগ্নেয়াস্ত্র কাদের মাধ্যমে কোথায় কোথায় পাচার করেছে এবং কারা এই বেআইনি আগ্নেয়াস্ত্র তাদের কাছ থেকে কিনেছে, তা জানতে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।