কলকাতা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-সহ বিপুল কার্তুজ ৷ প্রচুর কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । ধৃতের নাম রামকৃষ্ণ মাঝি । তার বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ৷ গতকাল সন্ধ্যায় ধর্মতলা বাস-স্ট্যান্ড তাকে গ্রেফতার করা হয় ৷ এই ঘটনায় স্পেশাল টাস্ক ফোর্সের দায়িত্ব থাকা কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল ভি সালেমন নেশা কুমার বলেন, “ধৃত রামকৃষ্ণের কাছ থেকে 120 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে । পাশাপাশি তিনটি আগ্নেয়াস্ত্র মিলেছে । তবে এই যুবক কী কারণে কলকাতায় এসেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে ।” ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন লালবাজারের এসটিএফের তদন্তকারীরা। লালবাজার সূত্রের খবর, তাদের কাছে আগাম খবর ছিল যে এক যুবক দূরপাল্লার বাসে চেপে ধর্মতলায় বিপুল আগ্নেয়াস্ত্র এবং নিয়ে আসছে । সেই মতো আগেভাগে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ৷ ধর্মতলায় বাস থেকে নামতেই এই যুবককে গ্রেফতার করা হয় ৷ তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে কার্তুজ ৷ ব্যাগে জামাকাপড়ের ভিতর থরে থরে সাজানো ১২০ রাউন্ড কার্তুজ ৷ পাশাপাশি ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে মেচেদার একটি বাস টিকিক । কী কারণে কলকাতায় এত বিপুল পরিমাণের এবং আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল ? তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা ৷ কোথা থেকে কার্তুজ আনা হচ্ছিল, এর নেপথ্যে কে বা কারা, কোথায় অস্ত্র পাচারের ছক ছিল ? কাকে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ? এই সব উত্তর জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা ৷


