দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের মূল ভূ-খণ্ডে প্রবেশ করেছে ৷ সময়ের আগে তার এই প্রবেশে স্বস্তির নিশ্বাস আবহবিদদের ৷ আশা করা হচ্ছে, এই রাজ্যেও বর্ষা সময়ের আগে প্রবেশ করবে ৷ আলিপুর আবহাত্তয়া দফতর জানাচ্ছে, আপাতত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে রয়েছে ৷ আগামী তিন দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আরও বেশ কিছুটা এগিয়ে আসবে ৷ ২৭ মে অর্থাৎ মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ইতিমধ্যে বৃষ্টিতে ভিজছে বাংলা ৷ চলতি সপ্তাহজুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। বাদ যাবে না উত্তরবঙ্গও ৷ নিম্নচাপের কারণে বুধবার থেকে সমুদ্র উত্তাল থাকতে পারে। আপাতত তিন দিন মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। আজ, সোমবার উত্তরবঙ্গের সব জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ আজ দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ৷ কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে মুষলধারায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে ওপরের পাঁচটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ ২৮ মে অর্থাৎ বুধবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ৷ বাকি পাঁচটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ আর ২৯ মে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবারও দুর্যোগ চলবে বীরভূম এবং মুর্শিদাবাদে ৷
