খাস কলকাতা ফের উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। অভিযোগ, প্রতিবেশী রাজ্য বিহার থেকে চোরাপথে আগ্নেয়াস্ত্রগুলি এরাজ্যে নিয়ে আসা হয়। ঘটনাস্থল সেই শিয়ালদা। কিছু দিন আগেই শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। সোমবার সকালে শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ৷ বারংবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠছে যে, তাহলে কি শিয়ালদাকেই সেফ করিডোর বানাচ্ছে পাচারকারীরা ? এ বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “আমাদের কাছে আগে থেকেই খবর ছিল যে শিয়ালদা চত্বরে আর্মস ডেলিভারি হবে। সেই মতো আজ, সকালে হাটেবাজারে এক্সপ্রেস ঢোকার সময় শিয়ালদা স্টেশনে পৌঁছন তদন্তকারীরা। এক ব্যক্তিকে অস্ত্র-সহ ফেলেন তাঁরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি ব্যাগ। ওই ব্যাগের ভিতরেই সারিবদ্ধভাবে সাজানো ছিল আগ্নেয়াস্ত্রগুলি।” আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই গ্রেফতার করা হয় তাকে ৷ তবে এ নিয়ে বিস্তারিতভাবে কিছু জানতে চাননি কলকাতার পুলিশের ওই উচ্চপদস্থ আধিকারিক। জানা গিয়েছে, ধৃতের নাম হাসান শেখ। তিনি মালদার কালিয়াচকের বাসিন্দা। স্পেশাল টাস্ক ফোর্স (STF) সূত্রের খবর, আজ উদ্ধার হয়েছে ৬টি আগ্নেয়াস্ত্র এবং 8টি কার্তুজ। বিহারের মানসিং জেলা থেকে ওইসব অস্ত্র নিয়ে আসা হচ্ছিল বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিহারের খাগারিয়া জেলায় ওই উদ্ধার হওয়া অস্ত্র তৈরি হয়েছে । তারপর সেগুলিকে মালদায় নিয়ে আসা হয়। সেখান থেকে হাটেবাজারে এক্সপ্রেস ধরে শিয়ালদায় আনা হয় ৷ ধৃতকে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।
