কলকাতা

কলকাতাই সবচেয়ে নিরাপদ, তৃতীয়বার দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহরের তকমা জিতে নিল তিলোত্তমা

দেশের সবথেকে নিরাপদ শহরের তকমা জিতে নিল কলকাতা। আসলে যেসব শহরে প্রায় ২০ লক্ষেরও বেশি মানুষে বাস, সেই সব শহরগুলির মধ্যে কলকাতাতেই প্রতি লক্ষাধিক মানুষের ক্ষেত্রে সবথেকে কম বিবেচনাযোগ্য অপরাধের রেকর্ড পাওয়া গিয়েছে। এমনটাই জানা যাচ্ছে ২০২২ সালের জন্য সাম্প্রতিক কালে প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র প্রতিবেদন থেকে। আর সবথেকে বড় কথা হল, টানা তিন বছর ধরে কলকাতা এই স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এনসিআরবি যে রিপোর্ট প্রকাশ , তার পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে যে, প্রতি ১ লক্ষ জনসংখ্যার নিরিখে বিবেচনাযোগ্য অপরাধের পরিমাণ ৮৬.৫। প্রথম স্থানে থাকা কলকাতা কিন্তু দ্বিতীয় সেরা নিরাপদ শহর পুণের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে। কারণ প্রতি ১ লক্ষ জনসংখ্যার নিরিখে ওই শহরে বিবেচনাযোগ্য অপরাধের পরিমাণ ২৮০.৭। এরপরেই অবশ্য রয়েছে হায়দরাবাদ এবং চেন্নাই। সেখানে প্রতি ১ লক্ষ জনসংখ্যার নিরিখে বিবেচনাযোগ্য অপরাধের পরিমাণ যথাক্রমে ২৯৯.২ এবং ৪৫০.১। এখানেই শেষ নয়, এই নিরিখে কলকাতার রেকর্ডে অনেকটাই উন্নতি চোখে পড়েছে। কারণ ২০২১-এর রিপোর্টে যে পরিসংখ্যান প্রকাশিত হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল প্রতি ১ লক্ষ জনসংখ্যার নিরিখে ওই শহরে বিবেচনাযোগ্য অপরাধের পরিমাণ ১০৩.৫। এমনটাও জানা যাচ্ছে যে, ২০১৬ সাল থেকে কলকাতা শহরের অপরাধের পরিমাণ দ্রুত হারে কমেছে। কারণ ওই সময় কলকাতায় প্রতি ১ লক্ষ জনসংখ্যার নিরিখে বিবেচনাযোগ্য অপরাধের পরিমাণ ছিল ১৫৯.৬।