কুলতলিতে ম্যানগ্রোভ কাটার অভিযোগে গ্রেপ্তার বিজেপির মণ্ডল সভাপতি তাপস বাগানি। তাঁকে গ্রেপ্তার করে কুলতলি থানার পুলিশ। অভিযোগ বিজেপি মণ্ডল সভাপতি নিমানিয়া নদীর চরের ম্যানগ্রোভ কেটে বাড়ি তৈরির করছিলেন। কুলতলি থানায় বনদপ্তর ও গ্রাম জ্বালাবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন সরদার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে তপন বাগানিকে গ্রেপ্তার করে। বিজেপি নেতার বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল, ম্যানগ্রোভ কাটা সহ একাধিক মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে আজ, রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতকে নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানিয়েছে কুলতলি থানার পুলিশ। বিজেপি নেতা গ্রেপ্তার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, নেতা তাঁর নিজের বাড়ি লাগোয়া একটা ঘর বানাচ্ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসায় তৃণমূল অভিযোগ দায়ের করে এবং পুলিশ তৃণমূল নেতার কথায় তাদের নেতাকে গ্রেপ্তার করেছে। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ, নদীর চরের জমি দখল করে গাছপালা নষ্ট করে বাড়ি তৈরি করছিলেন ওই নেতা। সেই জন্যই প্রশাসন তাঁদেরকে গ্রেপ্তার করেছে।