কলকাতা

কালিয়াগঞ্জ থানায় হামলার পেছনে বিজেপি, দাবি কুণাল ঘোষের

ফের উত্তপ্ত হয়ে উঠল কালিয়াগঞ্জ। পরিস্থিতি এমন পর্যায়ে গেল যে পুলিশকে মারধর থেকে থানায় ঢুকে তাণ্ডব, পাথর- ইটবৃষ্টি, বোতল ছোঁড়া, নথি নষ্ট, বাইক পোড়ানো, আগুন লাগানো বা বোমাবাজি- বাদ থাকল না কিছুই। এই অবস্থার জন্য দায়ী বিজেপি, এমনটাই দাবি করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, থানায় ঢুকে তাণ্ডব চালানো, বোমাবাজি নিন্দনীয় ঘটনা। তাঁর অভিযোগ, রাজ্যকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। এদিনের হামলার ঘটনার পেছনে বিজেপির চক্রান্ত আছে বলে দাবি করেন কুণাল। সবুজ শিবিরের দাবি, নিজেরাই অশান্তি পাকিয়ে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ঢোকানোর চেষ্টা করছে বিজেপি। উল্লেখ্য, বিক্ষোভকারীদের ভিড়ে কেএলও জঙ্গি আছে বলেও অভিযোগ। সবুজ শিবিরের দাবি, কেএলও নেতা জীবন সিংহের পরিকল্পনামাফিক এই আক্রমণ। আরও অভিযোগ, অভিষেকের কর্মসূচি-জনপ্রিয়তা থেকে মোড় ঘোরাতেই এই চক্রান্ত। উল্লেখ্য, নাবালিকার রহস্যমৃত্যুতে উত্তাল কালিয়াগঞ্জ। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বিষক্রিয়ায় মৃত্যু, দেহে আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্টেও একই কথা বলা হয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি, ধর্ষণ করে খুন। সবুজ শিবিরের অভিযোগ, নাবালিকা মৃত্যু নিয়ে মিথ্যে রাজনীতি করা হচ্ছে।