জেলা

রেল ও সড়ক রোকো বেআইনি, কলকাতা হাইকোর্টের রায়ের পরই পিছু হঠল কুড়মিরা

কুড়মিদের তপসিলি উপজাতিভূক্ত করার দাবিতে আগামিকাল থেকে রেল ও রাস্তা অবরোধের কথা ঘোষণা করেছিল কুড়মি সংগঠনগুলি। কয়েকমাস আগেই রেল অবরোধ করেছিল কুড়মিরা। তখনই বোঝা গিয়েছিল রেল রুখে দিলে কী পরিস্থিতির মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে। এবার সেই রেল রোখো আন্দোলনকে বেআইনি বলল কলকাতা হাইকোর্ট। আন্দোলনের নামে জনজীবন স্তব্ধ করার পরিকল্পনার বিরুদ্ধে হাইকোর্টে জনাস্বার্থ মামলা করেছিল পুরুলিয়া চেম্বার অব কমার্স। এবার আদালতের নির্দেশে চাপে পড়ে রেল অবরোধ কর্মসূচি থেকে পিছিয়ে এল কুড়মিরা। রোল ও সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করলেন কুড়মি আন্দোলনের উপদেষ্টা অজিত মাহাতো।