জেলা

দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের ভয়াবহ দুর্ঘটনা, কনভেয়ার বেল্টে পড়ে খণ্ডিত শ্রমিকের দেহ

দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন একজন কর্মী। জানা গিয়েছে, মৃতের নাম আশুতোষ ঘোষাল(৫৪)। তিনি আরএমএইচপি বিভাগের একজন স্থায়ী কর্মী ছিলেন। গতকাল, বৃহস্পতিবার নাইট শিফ্টে কাজ করার সময় আচমকাই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।কাজ চলাকালীন কোনওভাবে কনভেয়ার বেল্টের সংস্পর্ষে চলে আসেন। সঙ্গে সঙ্গে খণ্ড বিখণ্ড হয়ে যায় তাঁর দেহ। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখ্য, কিছুদিন আগেই ডিএসপিতে গলিত লোহা গায়ে পড়ে মৃত্যু হয় তিন শ্রমীকের।