জেলা

Cyclone Remal: আরও শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে রিমল, আর ২-৩ ঘণ্টার মধ্যে শুরু ল্যান্ডফল প্রক্রিয়া

আর মাত্র ২ থেকে ৩ ঘণ্টা। এবার শুরু হবে ল্যান্ডফল প্রক্রিয়া। জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর,  সরে গিয়েছে প্রায় উত্তর দিকেই। গত ৬ ঘণ্টার ধরে বঙ্গোপসাগরে ঘুর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬ কিমি। সাগর থেকে এখন রিমলের দূরত্ব ১৩০ কিমি, আর বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৪০ কিমি। বাংলাদেশ ও লাগোয়া পশ্চিমবঙ্গে উপকূল থেকে মোটে ৭০ কিমি দূরে ভয়ংকর এই ঘুর্ণিঝড়। এদিকে এ রাজ্য়ে কিন্তু ইতিমধ্যেই দাপট দেখাতে শুরু করেছে রিমল। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ ও বকখালিতে ভেঙে পড়েছে গাছ। বিদ্যুৎহীন গোটা এলাকা। দক্ষিণ ২৪ পরগনা জেলায় তো বটেই, লাল সতর্কা জারি করা হয়েছে কলকাতায়। খোলা হয়েছে কন্ট্রোলরুম। সন্ধেয় পরে বৃষ্টি নেমেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। রিমল-পরিস্থিতি মোকাবিলা কন্ট্রোল রুম খুলেছে পুরসভা। সাধারণ মানুষকে সতর্ক করতে চলছে মাইকিং।