দক্ষিণবঙ্গে বৃষ্টি লাগাতার চলছেই। এবার বাড়ল উত্তরবঙ্গেও। সোমবার মাঝরাতে থেকে বৃষ্টি বেড়েছে। তার জেরে বেশ কিছু জায়গায় ধস নেমেছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এর ফলে আটকে পড়েছেন বেশ কিছু পর্যটক। বিপদ এড়াতে বন্ধ করা হল সান্দাকফু ট্রেকিং। ভারী বৃষ্টিতে দার্জিলিং, তাকদা, কালিম্পঙের পাশাপাশি বিপর্যস্ত শিলিগুড়িও। রিম্বিকের পালমাজুয়া সেতুর কাছে ধস নেমেছে। ফলে ওই রাস্তা বন্ধ। এসব রাস্তা মেরামতে অনেক সময় লাগে। সান্দাকফুর রাস্তায় এ রকম হলে বিপদ বাড়তে পারে। তাই আগে ভাগেই পদক্ষেপ করেছে জেলা প্রশাসন। ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। দার্জিলিংয়ের জেলাশাসক এস পুণ্যবালম বলেন, ‘ধসের কারণে রিম্বিক ও সান্দাকফু ট্রেকিং আপাতত বন্ধ।’ সান্দাকফুতে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেক রুটগুলি। ফলে আটকে গিয়েছেন বহু পর্যটক ও ট্রেকার্স।অপরদিকে শিলিগুড়ি থেকে সিকিম যাবার রাস্তায় ও বেশ কয়েক জায়গায় ধসের খবর পাওয়া যাচ্ছে। সিকিমের গুরুদোম্বা, প্রবল বৃষ্টির সাথে তুষারপাতের জন্য পর্যটকদের জন্য আজ সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। সিকিম-সহ দার্জিলিঙয়ের মানেভঞ্জন ও সান্দাকফুতে ঘুরতে যাওয়া পর্যটকেরা আটকে পড়েছেন। ১০ নম্বর জাতীয় সড়কে ২৯ মাইল এ একটি বড় ধসের জন্য শিলিগুড়ি কালিম্পং ও সিকিমের রাস্তা বন্ধ। তবে শুধু পাহাড় নয়, প্রবল বৃষ্টিতে দার্জিলিং জেলার সমতল অঞ্চল এবং শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।