বিবিধ

বছরের শেষ সূর্যগ্রহণ, পূর্ণগ্রাসের দেখা যাবে শুধু আন্টার্কটিকা থেকেই

শনিবার  বছর শেষ  পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে কালোচাকতির পিছন থেকে আলোর বিচ্ছুরণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের এমন রূপ শুধুমাত্র আন্টার্কটিকা থেকেই দেখা গেল । সেন্ট হেলেনা, নমিবিয়া, লেসোথো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ জর্জিয়া, ল্যান্ডউইচ আইল্যান্ড, ক্রোজেট আইল্যান্ড, ফকল্যান্ড আইল্যান্ড, চিলি, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশে আংশিক সূর্যগ্রহণই দেখা গিয়েছে । পূর্ণগ্রাস অথবা আংশিক, দু’টির কোনওটিই দেখতে পাচ্ছেন না ভারতের মানুষ । আন্টার্কটিকায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণের রূপ ইতিমধ্যেই নেটমাধ্যমে তুলে ধরেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সময় ধরে সূর্যগ্রহণের প্রতি সেকেন্ডের দৃশ্য সরাসরি সম্প্রচারও করছে তারা । শনিবারের এই সূর্যগ্রহণই চলতি বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ । এর আগে, গত ১০ জুন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ।