বিদেশ

আগামী ২৮ অক্টোবর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচন, ফের দৌড়ে বরিস জনসন

আগামী ২৮ অক্টোবর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে নির্বাচন হবে। বৃহস্পতিবার লিজ ট্রাসের পদত্যাগের পরে এ কথা ঘোষণা করেছেন টোরি দলের অন্যতম নেতা তথা ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যর গ্রাহাম ব্র্যাডি । ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে সাংবাদিকদের বলেন, ‘পরবর্তী নেতৃত্ব বেছে নেওয়ার জন্য আগামী সপ্তাহেই নির্বাচন হবে। ২৮ অক্টোবরের মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন।’ অন্যদিকে লিজ ট্রাসের ইস্তফার পরেই পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনকের পাশাপাশি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বরিস জনসনের নাম উঠে এসেছে। এই মুহুর্তে ছুটি কাটাতে ডমিনিক প্রজাতন্ত্রে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী । সূত্রের খবর, তড়িঘড়ি ছুটি বাতিল করে লন্ডনে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সামিল হতে পারেন ট্রাসের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়া সুয়েল্লা ব্র্যাভার্মান।