কলকাতা

আগামী রবিবার থেকে ফের চালু হচ্ছে লন্ডন-কলকাতা উড়ান

করোনা সংক্রমণের হার বৃদ্ধির সময় লন্ডন থেকে কলকাতাগামী বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। করোনা পর্ব কেটে জনজীবন এখন অনেকটাই স্বাভাবিক। আগামী রবিবার থেকে ফের শুরু হচ্ছে কলকাতা-লন্ডন উড়ান। যা নিয়ে যাত্রীদের মধ্যেও উৎসাহ লক্ষ করা গিয়েছে। লন্ডন থেকে কলকাতা আসা-যাওয়ার ক্ষেত্রে প্রথম দিনের বিমানে অধিকাংশ আসনেরই টিকিট কেটে ফেলেছেন যাত্রীরা। রাজ্য সরকার ছাড়পত্র দিয়েছে চলতি মাস থেকে লন্ডন-কলকাতা বিমান চলাচল করতে পারবে। এই নির্দেশ আসার পর দিন দশেক সময় নেয় সংশ্লিষ্ট এয়ারলাইন্স সংস্থা। সময়সূচি চূড়ান্ত করবার পর রবিবার থেকে তারা বিমান চলাচল শুরু করছে। লন্ডন থেকে রবিবার কাকভোরে কলকাতায় আসবে বিমান। আবার একইদিনে কিছু সময় পর কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে উড়ান রওনা দেবে। লন্ডন-কলকাতা বিমান চালায় এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স। ফলে তাদের হাত ধরেই রবিবার থেকে প্রথম যাত্রা শুরু হবে কলকাতা-লন্ডন উড়ানের। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, লন্ডন-কলকাতা বিমানে ২৩৮ জন যাত্রীর আসন রয়েছে। বুধবার বিকেল পর্যন্ত পরিসংখ্যান বলছে, তাতে কলকাতা থেকে ২৩০ জন যাত্রী টিকিট কেটেছেন। আর লন্ডন থেকে কলকাতা আসবার জন্য টিকিট কেটেছেন ২০০ জন যাত্রী।  সপ্তাহে একদিন করে লন্ডন-কলকাতা বিমান চলে। ট্রাভেল এজেন্ট ফেডারেশনের কর্তা অনিল পাঞ্জাবি বলেছেন, অনেকের সুবিধা হবে লন্ডন-কলকাতা সরাসরি বিমান চালু হওয়ার ফলে। টাটা গোষ্ঠীর হাতে আসার পর প্রথম দিনের উড়ানে যাত্রীদের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্সের কর্তা দেবজিৎ দত্ত বলেছেন, আমরা চাই বিমান পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরে আসুক। তাতে পর্যটকদের সংখ্যা যেমন বাড়বে, তেমনই পর্যটন শিল্পে নতুন আশার সঞ্চার হবে। সেক্ষেত্রে লন্ডন-কলকাতা এই বিমান পরিষেবা নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।