বিনোদন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা অমল পালেকর

করোনা আক্রান্ত হয়েছেন গোলমাল সিনেমার খ্যাত ৭৭ বছর বয়সী অভিনেতা অমল পালেকর।শারীরিক অসুস্থতার জেরে পুনের দীননাথ হাসপাতালে ভর্তি করা হল মারাঠি এবং হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেতা অমল পালেকরকে ৷ তাঁর স্ত্রী সন্ধ্যা গোখলে জানিয়েছেন আপাতত অনেকটাই সুস্থ বলিউডের ‘অমল পালেকর’ ৷  স্ত্রী জানিয়েছেন, শারীরিক অসুস্থতার জেরে বুধবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়, আপাতত তাঁর চিকিৎসা চলছে তবে এখন অনেকটাই সুস্থ তিনি ৷ শুধু যে অভিনেতা হিসাবেই অমল পালেকরের খ্যাতি তা নয়, পরিচালনার ক্ষেত্রেও তাঁর অসামান্য দখল রয়েছে ৷ ২০০১ সালে মারাঠি ভাষায় তৈরি তাঁর ছবি ‘ধ্য়াস পর্ব’ জিতে নিয়েছিল জাতীয় পুরস্কার ৷ তাঁর পরিচালিত ‘কোয়েস্ট’ ছবিটিও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছে ৷