জেলা

মদ্যপানের আসরে বচসা, গুলি করে খুন লটারি বিক্রেতাকে

নদিয়া: রাতের অন্ধকারে মদ্যপানের আসরে চলল গুলি। ক্লাবের মধ্যে মৃত্যু হল এক লটারি বিক্রেতার। নদিয়ার চাকদহ থানার দরাপপুরের ঘটনা। মৃতের নাম অমর দাস। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে আমর ও তার কয়েক জন বন্ধুরা মিলে মদ্যপান করছিল বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ক্লাবের মধ্যে। অভিযোগ, সেই মদের আসরে কোনো বিষয় নিয়ে বন্ধুদের মধ্যে বচসা হয়। সে সময় কথায় কথায় অমরকে লক্ষ করে গুলি চালানো হয়। পরে গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন অমরকে। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অনেক রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তাঁর স্ত্রী লক্ষ্মী দাস। বারবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি। কিন্তু ফোন বেজে যায়। প্রতিবেশী এক মহিলার মারফত লক্ষ্মী খবর পান পাড়ারই ক্লাবের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অমর। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে গুরুতর আহতাবস্থায় অবস্থায় অমরকে উদ্ধার করে চাকদহ হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে চাকদহ থানার পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদ জন্য আটক করেছে। তাঁর মাথায় তিনটি গুলি করা হয় বলে পুলিশ জানিয়েছে।