আবারও বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ। ভরা বর্ষায় আবারও একটি নিম্নচাপ তৈরি হতে শুরু করায় ফের একবার ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে এই নিম্নচাপের জেরে মুষলধারে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।পশ্চিমের চার-পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে কয়েক দফা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দীঘা, মন্দারমনি, তাজপুর, বকখালি ও সাগরদ্বীপে সমুদ্র সংলগ্ন এলাকায় সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের ফের বৃষ্টি বাড়বে শনিবার থেকে। শনিবারে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। রবিবার ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে উত্তরবঙ্গে ভারী বা অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের করে নিচের দিকের জেলাগুলিতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। শনি ও রবিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাতে, জানান হয়েছে হাওয়া অফিসের তরফে। অন্যদিকে, আজ সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। আজ দিনভর কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি চলবে।


