কলকাতা

শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, জেলায় জেলায় বৃষ্টি আরও বাড়বে

বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে সেটির অবস্থান ওড়িশার দক্ষিণে । এর প্রভাবে রবিবার রাজ্যে বৃষ্টি হয়েছে । আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্য জেলাতেও । কলকাতা সহ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি। আজ এবং আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর,নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। কলকাতায় রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আপাতত তা বজায় থাকতে চলেছে । আগামী বুধবার পর্যন্ত অর্থাৎ ১৪ তারিখ অবধি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে অর্থাৎ ১৫ তারিখ থেকে বৃষ্টির দাপট কমবে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। সমুদ্রের ভিতরে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। যার কারণে মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের সমস্ত সমুদ্র তীরে বিনোদনমূলক কাজকর্ম বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দিঘা মন্দারমণি ও সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে স্নানে নিয়ন্ত্রণে পরামর্শ দিয়েছে  আবহাওয়া দফতরের।