ফের এলপিজি গ্যাসের ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। যোগ্য সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই টাকা। সিলিন্ডার প্রতি গ্রাহকরা ৭৯.২৬ টাকা ভর্তুকি পাবেন। তবে কেউ কেউ ১৫৮.৫২ টাকা বা ২৩৭.৭৮ টাকা ভর্তুকি পাবেন। বছরে ১২টি সিলিন্ডারের বিনিময়েই ভর্তুকি পাবেন গ্রাহকরা। প্রসঙ্গত, প্রতি মাসের ১ তারিখ এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের পুনর্বিবেচনা করা হয়।
অ্যাকাউন্টে ভর্তুকি এল কিনা জানার নিয়মঃ
• অবশ্যই মোবাইল বা কম্পিউটারে নেট পরিষেবা থাকতে হবে।
• এরপর ব্রাউজারে গিয়ে www.mylpg.in –এ যেতে হবে।
• এই ওয়েবসাইটে বিভিন্নি সংস্থার এলিপিজি সিলিন্ডারের ফটো দেখা যাবে। যে সংস্থার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, সেই সংস্থার সিলিন্ডারের ফটোতে ক্লিক করুন।
• এরপর নতুন ট্যাব খুলে সেই সংস্থার ওয়েবসাইট খুলে যাবে। এখানে সাইন ইন ও নিউ ইউজার–এর অপশন খুলবে।
• যদি কোনও ব্যবহারকারীর আইডি তৈরি করা আগেই হয়ে থাকে, তবে তাঁকে সাইন ইন করতে হবে। যদি তা না হয় তবে, নিউ ইউজার–এ লগ ইন করতে হবে।
• এই প্রসেস শেষ হওয়ার পরে আর একটি নতুন ট্যাব খুলবে। এখানে ডানদিকে সিলিন্ডার বুকিং হিস্ট্রি আসবে। সেই অপশনে ক্লিক করতে হবে।
• এখানে দেখা যাবে কোনও ব্যক্তি কোন সিলিন্ডারে কত টাকা পেয়েছেন। বা কখন তিনি এই টাকা পেয়েছেন।