সোশ্যাল মিডিয়ায় ‘প্যাক আপ’ লিখে আলোড়ন ফেলেছেন মদন মিত্র। আর তারপরই এবার সরকারি কমিটিতে পদ পেলেন তিনি। পরিবহণ দফতরের বিশেষ কমিটির চেয়ারম্যান করা হয়েছে মদন মিত্রকে। বুধবার সকালে দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি গিয়ে এই কমিটির কথা ঘোষণা করে তার চেয়ারম্যান হিসেবে মদন মিত্রের নাম উল্লেখ করা হয়েছে। সরকারের সব প্রকল্পের সুবিধা পরিবহণ দফতরের কর্মীরা পাচ্ছেন কিনা সেটা দেখার জন্যই এই কমিটি গঠন করা হয়েছে। সূত্রের খবর, পরিবহণ কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্পের দেখভাল করার জন্য প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রের নেতৃত্বে নতুন কমিটি গড়ল রাজ্য সরকার। পরিবহণ কর্মীদের জন্য একগুচ্ছ প্রকল্প রয়েছে রাজ্য সরকারের। এরই পাশাপাশি, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীর মতো প্রকল্পের আওতায় পরিবহন কর্মীদের আনা হচ্ছে। রাজ্য পরিবহন দফতর সূত্রের খবর, অসংগঠিত বা অবহিত না হওয়ার কারণে অনেক পরিবহণ কর্মী রাজ্য সরকারের সব প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। সেই বিষয়টিই তত্ত্বাবধান করার জন্য মদন মিত্রের নেতৃত্বে এই নতুন কমিটি গঠন করা হল। ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করে দিয়েছে রাজ্য সরকার।